Skip to main content

Posts

Showing posts from 2016

Bangla gojol/oi modinar pothere amar oi modinar pothe./ ঐ মদীনার পথেরে আমার ঐ মদীনার পথে

ঐ মদীনার পথেরে আমার   ঐ মদীনার পথে ; হিজরত করতে দয়ার নবীজি চলছেন আঁধার রাতে । ঐ মদীনার পথেরে আমরা ঐ মদীনার পথে ; বাড়ীতে রাখিয়া গেলেন হযরত আলীকেরে আমার… ঐ মদীনার পথে ; কাফেরের ভয়েতে লুকান পাহাড়ের গুহাতে , মাকড়সায় বাঁধিলো বাসা ঐ গুহার মুখেতেরে আমার , ঐ মদীনার পথে ; কবুতরে টের পাইল নবীজি গুহাতে ; ডিম পারিয়া তা দিতেছে গুহার মুখেতেরে আমার….. ঐ মদীনার পথে ; আবুবকর ভয় পাইলেন কাফের দেখিয়া, নবীজি শান্তনা দিলেন আল্লাহ মোদের সাথেরে আমার… ঐ মদীনার পথে। বিষাক্ত সাপ ধ্বংসন করলো ছিদ্দিকের পায়েতে বিষ গেল পানি হইয়া নবীজির থুথুতেরে আমার…. ঐ মদীনার পথে।

Bangla gojol/Rahmater nobi dhener chobi. রহমতের নবী ধ্যানের ছবি .

  রহমতের নবী ধ্যানের ছবি   আর আসবেন না দুনিয়াতে নবী উম্মতের কান্ডারী সত্যের দিশারী সুপারিশ করিবেন তিনি হাশরেতে।ঐ    হাশর দিনে উম্মত বিনে   যাবেন না নবীজি বেহেস্তেতে।ঐ তিষট্টি সাল জিন্দেগী কাঁদছেন বলে উম্মতি   এখনো কান্দেন নবী মদীনাতে।ঐ নবী উম্মতের লাগিয়া দুনিয়াতে আসিয়া  ইয়া হাবলী উম্মাতি বলে কান্দিয়াছে।    রহমতের নবী ধ্যানের ছবি    আর আসবে না দুনিয়াতে।

Bangla gojol/Allahor name mora mala gathibo. আল্লাহর নামে মোরা মালা গাঁথিব.

   আল্লাহর নামে মোরা মালা গাঁথিব।২ মাওলার মালা গাঁথে যারা ‍দিলকে রওশন করে তারা   মোকামে মাহমুদে আল্লাহর নামে পৌছাবো।ঐ      আল্লাহর নামের প্রেমিক যারা       পাগল বেশে ঘুরে তারা সেই প্রেমেতে মাওলার দেখা স্বপনে পাইব।ঐ      আল্লাহর নামের তরী লইয়া       কবর পথে চলছে যারা হিসাব ছাড়া পার করিয়া জান্নাতে নিবো্।ঐ    আল্লাহর নামের আশেক যারা     দুনিয়ার কিছু চায়না তারা মাওলার সাথে দ্বিদার মোরা মালা গাঁথবো।

Bangla gojol/Mokka basi kafer goner jala jontronay./ মক্কা বাসী কাফের গণের জ্বালা যন্ত্রনায় হিজরত করিতেন নবী মদীনাতে যায়।

মক্কা বাসী কাফের গণের জ্বালা যন্ত্রনায় হিজরত করিতেন নবী মদীনাতে যায়। রাতেরই অন্ধকারে কাফেরেরা যুক্তি করে; কি ভাবেতে নবীজিকে ক্বতল করা যায়। হিজরত করিতেন নবী মদীনাতে যায়।ঐ রাত্র যখন অধিক হলোদয়াল নবী কি করিল হযরত আলীকে শোয়াইয়া গেলেন আপন বিছানায় হযরত, আবু বকর সিদ্দিকেরে ঈশারায় বুঝায়। হিজরত করিতেন নবী মদীনাতে যায়।ঐ রাত্র যখন প্রভা হল কাফেরেরা কি করিল হযরত আলীকে আসিয়া বলে নবীজি কোথায়? হিজরত করিতেন নবী মদীনাতে যায়।ঐ

Bangla gojol/Mata pitar kotha moto jejon chole na./ মাতা-পিতার কথা মতো যে জন চলে না

মাতা-পিতার কথা মতো যে জন চলে না আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্) মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না।                            আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্) মাতা-পিতা অতি আপন, মাতা পিতার কর যতন তিন কথআরি সাথী পাইয়া ভুইলা যাইওনা। আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্) জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন নবী হাদিসেতে, প্রিয় নবীর কথা তোদের ভাল লাগে না। আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্) মোর নবীজী ডেকে বলে, মাতা পিতার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই থাকবে না । আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্)

Bangla gojol/roj hashore alla amar korona bichar. রোজ হাশরে আল্লা ‍আমার করনা বিচার

রোজ হাশরে আল্লা ‍আমার করনা বিচার আল্লা করনা ‍বিচার। বিচার চাহিনা, তোমার ‍দয়া চাহে এ গুনাগার আমি জেনে ‍শুনে ‍দোষ করেছি পদে পদে আশা নাই যে যাব তোরে বিচারে তোমার বিচার যদি করবে, ‍কেন রহমান নাম নিলে এ নামের গুনেই যাব ত’রে,তবে কেন এনাম নিলে দীন ভিখারী বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো তুমি ।ঐ 

Bangla gojol||nobi mor porosh moni nobi mor shonar khoni/ নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেইজন, সেইতো দোজাহানের ধনী। সে নামে মধু মাখা, সে নামে যাদু রাখা; সে নামে মজনু হইলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা; তার তরে সকল পয়দা ।। আদমের কলবেতে তারই নূরের  রওশানী।। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী।। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী। চাঁদ সূর্য গ্রহ তারা, তারই নুরের ইশারা ।।। নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী ।। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।

eakub nobi bash koriten kinane/ ইয়াকুব নবী বাস করিতেন কিনানে.

ইয়াকুব নবী বাস করিতেন কিনানে সবার চেয়ে ভালবাসতেন ইউসুফকে । এক রাত্রে স্বপ্ন তেখান ইউসুফকে চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে স্বপ্নের কথা বলিওনা কাহাকে । ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া শুনিয়া ভাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া ; ইউসুফেরা দশ ভাইয়েরা দেওয়ানা ইউসুফকে মারতে হইলেন  রওয়ানা, আমি ছোট তোমরা বড় দশ ভাই; আমারকে মারতে চাও তোমাদের দয়া নাই। ইউসুফেরি দশ ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া কুয়াতে পড়িয়া ইউসুফ কাঁদে হায়রে হায়; মরণকালে না দেখিলাম বাপ ও মায়। কোথায় রইলেন প্রাণের আম্মা বসিয়া আপনার ইউসুফ মরেন কুয়াতে পড়িয়া । …………………………………………… ………………………….................

ai shondor fol shondor fal/ এই সুন্দর ফুল সুন্দর ফল,মিঠা নদীর পানি.

এই সুন্দর ফুল সুন্দর ফল,মিঠা নদীর পানি, থোদা তোমার মেহেরবাণী। এই শষ্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন জোগাও, মানি চায় না মানি, খোদা তোমার মেহেরবাণী। খোদার হুকুম তরক কর আমি প্রতি প্রায়, তবু আলো দিয়ে বাতাস ‍দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী ‍দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পখ না ভুলি তাইতো দিলেন পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহের বাণী।

oi khutihin nil akhash/ ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে, তুমি কুদরতী ঈশারায় রেখেছ।

ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে, তুমি কুদরতী ঈশারায় রেখেছ। এই শ্যামল পৃথীবির চিত্রখানি, তুমি নিপুন তোমার হাতে এঁকেছ। “ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুছলিম করেছ”। (২বার)ঐ  তুমি সাগরের  বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে ‍দিলে ঝরণা । ও হো হো.. তুমি সাগরের  বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে ‍দিলে ঝরণা । আজ নিশি রাতের ওই দূর নীলিমায়,( ২বার ) তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। “ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুছলিম করেছ”। (২বার)ঐ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ, গাইতে এ দুনিয়ায় তোমারি গান। ও হো হো…তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ, গাইতে এ দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম,(২বার) তার মরণ খাতায় নাম লিখেছ। “ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুছলিম করেছ”। (২বার)ঐ

ও মদীনার বুলবুলি তোমার নামের ফুলতুলি । O Madinar Bulbuli Tomar Namer Ful Tuli.

                                                ও মদীনার বুলবুলি   তোমার নামের ফুলতুলি । O Madinar Bulbuli Tomar Namer Ful Tuli. ও মদীনার বুলবুলি তোমার নামের ফুল তুলি । যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি । ঐ সেই ফুলেরি পাপরিগুলো ঝরে পরে না মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয়না । সেই সুবাসে ব্যাকুল হয়ে , সেই সুবাসে ব্যাকুল হয়ে , গাই তোমারি গীতালী । ঐ মনের কাবায় তোমার ছবি নিত্যদিনে আঁকি, তোমার নামের ছন্দ মালা আর কবিতা লিখি । ছবি ও কবির সাথে ছবি ও কবির সথে গড়ে সাধের মিতালী ।ঐ

সামসুদ্দুহা আছ সালাম । Samsudduha Assalam.