Skip to main content

সামসুদ্দুহা আছ সালাম । Samsudduha Assalam.

               
    •   সামসুদ্দুহা আস্সালাম, বাদরুদ্দুজা আস্সালাম, নুরুল হুদা আস্সালাম. আস্সালাম....ঐ

                 তোমার দুরুদ পরে আল্লা তায়ালা,ফেরেসতাকুল গাহে সাল্লে আলা,
                 নিখিল সৃষ্টি তব পাক কদমে...ভেজে দুরুদ ও সালাম । ....ঐ
     ৈ         সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জলতর....
                মিস্কআ্ম্বর হতে সুভাশ অধিক, তব তনুর ঘাম।....ঐ
                আমশে আলায় গেলে মিরাজ রাতে, মধুর মিলন হল খোদার সাথে,
               লভিয়া তোমার পুত চরন ধুলি , ধন্য আরশ মাকাম। ....ঐ
              খন্ডিত হল চাঁদ ইংগিতে কর , হুকুমে কলেমা পড়ে মুর্দা পাথর,
              নবীরা নাজাত পেল ঘোর বিপদে, লয়ে তোমার নাম ।....ঐ
             সব নবী-রসূলের তুমি সর্দার ,সৃষ্টির মাঝে নাই মেছাল তোমার ,
              খোদার পরেই ওগো হাবিব খোদার , তোমার উচ্চ মাকাম ।....ঐ
             নশি ঘোর কুফুরের তিমীর আঁধার, পৌছালে দিকে দিকে নাম আল্লার ,
                  মস্ত করিলে সবে ইস্কে খোদার, তারি  তৌহিদ জাম ।....ঐ
              পয়গাম শোনাইলে চির শান্তির, দিলে গোমরাহে দিশা মহা মুক্তির ,
               পেলে আজাদির সাধ নতুন করে , বিশ্ব মন্দি তামাম ।....ঐ

Comments

  1. সামসুদ্দুহা আস্সালাম, বাদরুদ্দুজা আস্সালাম, নুরুল হুদা আস্সালাম. আস্সালাম....ঐ

    তোমার দুরুদ পরে আল্লা তায়ালা,ফেরেসতাকুল গাহে সাল্লে আলা,
    নিখিল সৃষ্টি তব পাক কদমে...ভেজে দুরুদ ও সালাম । ....ঐ
    ৈ সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জলতর....
    মিস্কআ্ম্বর হতে সুভাশ অধিক, তব তনুর ঘাম।....ঐ
    আমশে আলায় গেলে মিরাজ রাতে, মধুর মিলন হল খোদার সাথে,
    লভিয়া তোমার পুত চরন ধুলি , ধন্য আরশ মাকাম। ....ঐ
    খন্ডিত হল চাঁদ ইংগিতে কর , হুকুমে কলেমা পড়ে মুর্দা পাথর,
    নবীরা নাজাত পেল ঘোর বিপদে, লয়ে তোমার নাম ।....ঐ
    সব নবী-রসূলের তুমি সর্দার ,সৃষ্টির মাঝে নাই মেছাল তোমার ,
    খোদার পরেই ওগো হাবিব খোদার , তোমার উচ্চ মাকাম ।....ঐ
    নশি ঘোর কুফুরের তিমীর আঁধার, পৌছালে দিকে দিকে নাম আল্লার ,
    মস্ত করিলে সবে ইস্কে খোদার, তারি তৌহিদ জাম ।....ঐ
    পয়গাম শোনাইলে চির শান্তির, দিলে গোমরাহে দিশা মহা মুক্তির ,
    পেলে আজাদির সাধ নতুন করে , বিশ্ব মন্দি তামাম ।....ঐ

    ReplyDelete
  2. মাশাআল্লাহ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Bangla gojol/oi modinar pothere amar oi modinar pothe./ ঐ মদীনার পথেরে আমার ঐ মদীনার পথে

ঐ মদীনার পথেরে আমার   ঐ মদীনার পথে ; হিজরত করতে দয়ার নবীজি চলছেন আঁধার রাতে । ঐ মদীনার পথেরে আমরা ঐ মদীনার পথে ; বাড়ীতে রাখিয়া গেলেন হযরত আলীকেরে আমার… ঐ মদীনার পথে ; কাফেরের ভয়েতে লুকান পাহাড়ের গুহাতে , মাকড়সায় বাঁধিলো বাসা ঐ গুহার মুখেতেরে আমার , ঐ মদীনার পথে ; কবুতরে টের পাইল নবীজি গুহাতে ; ডিম পারিয়া তা দিতেছে গুহার মুখেতেরে আমার….. ঐ মদীনার পথে ; আবুবকর ভয় পাইলেন কাফের দেখিয়া, নবীজি শান্তনা দিলেন আল্লাহ মোদের সাথেরে আমার… ঐ মদীনার পথে। বিষাক্ত সাপ ধ্বংসন করলো ছিদ্দিকের পায়েতে বিষ গেল পানি হইয়া নবীজির থুথুতেরে আমার…. ঐ মদীনার পথে।

eakub nobi bash koriten kinane/ ইয়াকুব নবী বাস করিতেন কিনানে.

ইয়াকুব নবী বাস করিতেন কিনানে সবার চেয়ে ভালবাসতেন ইউসুফকে । এক রাত্রে স্বপ্ন তেখান ইউসুফকে চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে স্বপ্নের কথা বলিওনা কাহাকে । ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া শুনিয়া ভাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া ; ইউসুফেরা দশ ভাইয়েরা দেওয়ানা ইউসুফকে মারতে হইলেন  রওয়ানা, আমি ছোট তোমরা বড় দশ ভাই; আমারকে মারতে চাও তোমাদের দয়া নাই। ইউসুফেরি দশ ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া কুয়াতে পড়িয়া ইউসুফ কাঁদে হায়রে হায়; মরণকালে না দেখিলাম বাপ ও মায়। কোথায় রইলেন প্রাণের আম্মা বসিয়া আপনার ইউসুফ মরেন কুয়াতে পড়িয়া । …………………………………………… ………………………….................