Skip to main content

Posts

Showing posts from August, 2016

Bangla gojol/roj hashore alla amar korona bichar. রোজ হাশরে আল্লা ‍আমার করনা বিচার

রোজ হাশরে আল্লা ‍আমার করনা বিচার আল্লা করনা ‍বিচার। বিচার চাহিনা, তোমার ‍দয়া চাহে এ গুনাগার আমি জেনে ‍শুনে ‍দোষ করেছি পদে পদে আশা নাই যে যাব তোরে বিচারে তোমার বিচার যদি করবে, ‍কেন রহমান নাম নিলে এ নামের গুনেই যাব ত’রে,তবে কেন এনাম নিলে দীন ভিখারী বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো তুমি ।ঐ 

Bangla gojol||nobi mor porosh moni nobi mor shonar khoni/ নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেইজন, সেইতো দোজাহানের ধনী। সে নামে মধু মাখা, সে নামে যাদু রাখা; সে নামে মজনু হইলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা; তার তরে সকল পয়দা ।। আদমের কলবেতে তারই নূরের  রওশানী।। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী।। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী। চাঁদ সূর্য গ্রহ তারা, তারই নুরের ইশারা ।।। নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী ।। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।

eakub nobi bash koriten kinane/ ইয়াকুব নবী বাস করিতেন কিনানে.

ইয়াকুব নবী বাস করিতেন কিনানে সবার চেয়ে ভালবাসতেন ইউসুফকে । এক রাত্রে স্বপ্ন তেখান ইউসুফকে চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে স্বপ্নের কথা বলিওনা কাহাকে । ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া শুনিয়া ভাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া ; ইউসুফেরা দশ ভাইয়েরা দেওয়ানা ইউসুফকে মারতে হইলেন  রওয়ানা, আমি ছোট তোমরা বড় দশ ভাই; আমারকে মারতে চাও তোমাদের দয়া নাই। ইউসুফেরি দশ ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া কুয়াতে পড়িয়া ইউসুফ কাঁদে হায়রে হায়; মরণকালে না দেখিলাম বাপ ও মায়। কোথায় রইলেন প্রাণের আম্মা বসিয়া আপনার ইউসুফ মরেন কুয়াতে পড়িয়া । …………………………………………… ………………………….................

ai shondor fol shondor fal/ এই সুন্দর ফুল সুন্দর ফল,মিঠা নদীর পানি.

এই সুন্দর ফুল সুন্দর ফল,মিঠা নদীর পানি, থোদা তোমার মেহেরবাণী। এই শষ্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন জোগাও, মানি চায় না মানি, খোদা তোমার মেহেরবাণী। খোদার হুকুম তরক কর আমি প্রতি প্রায়, তবু আলো দিয়ে বাতাস ‍দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী ‍দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পখ না ভুলি তাইতো দিলেন পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহের বাণী।

oi khutihin nil akhash/ ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে, তুমি কুদরতী ঈশারায় রেখেছ।

ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে, তুমি কুদরতী ঈশারায় রেখেছ। এই শ্যামল পৃথীবির চিত্রখানি, তুমি নিপুন তোমার হাতে এঁকেছ। “ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুছলিম করেছ”। (২বার)ঐ  তুমি সাগরের  বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে ‍দিলে ঝরণা । ও হো হো.. তুমি সাগরের  বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে ‍দিলে ঝরণা । আজ নিশি রাতের ওই দূর নীলিমায়,( ২বার ) তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। “ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুছলিম করেছ”। (২বার)ঐ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ, গাইতে এ দুনিয়ায় তোমারি গান। ও হো হো…তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ, গাইতে এ দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম,(২বার) তার মরণ খাতায় নাম লিখেছ। “ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুছলিম করেছ”। (২বার)ঐ