Skip to main content

ai shondor fol shondor fal/ এই সুন্দর ফুল সুন্দর ফল,মিঠা নদীর পানি.

এই সুন্দর ফুল সুন্দর ফল,মিঠা নদীর পানি,
থোদা তোমার মেহেরবাণী।
এই শষ্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি,
তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন
খুদা পেলে অন্ন জোগাও, মানি চায় না মানি,
খোদা তোমার মেহেরবাণী।
খোদার হুকুম তরক কর আমি প্রতি প্রায়,
তবু আলো দিয়ে বাতাস ‍দিয়ে বাঁচাও এ বান্দায়।
শ্রেষ্ঠ নবী ‍দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে,
পখ না ভুলি তাইতো দিলেন পাক কোরআনের বাণী,
খোদা তোমার মেহের বাণী।


Comments

Popular posts from this blog

Bangla gojol/oi modinar pothere amar oi modinar pothe./ ঐ মদীনার পথেরে আমার ঐ মদীনার পথে

ঐ মদীনার পথেরে আমার   ঐ মদীনার পথে ; হিজরত করতে দয়ার নবীজি চলছেন আঁধার রাতে । ঐ মদীনার পথেরে আমরা ঐ মদীনার পথে ; বাড়ীতে রাখিয়া গেলেন হযরত আলীকেরে আমার… ঐ মদীনার পথে ; কাফেরের ভয়েতে লুকান পাহাড়ের গুহাতে , মাকড়সায় বাঁধিলো বাসা ঐ গুহার মুখেতেরে আমার , ঐ মদীনার পথে ; কবুতরে টের পাইল নবীজি গুহাতে ; ডিম পারিয়া তা দিতেছে গুহার মুখেতেরে আমার….. ঐ মদীনার পথে ; আবুবকর ভয় পাইলেন কাফের দেখিয়া, নবীজি শান্তনা দিলেন আল্লাহ মোদের সাথেরে আমার… ঐ মদীনার পথে। বিষাক্ত সাপ ধ্বংসন করলো ছিদ্দিকের পায়েতে বিষ গেল পানি হইয়া নবীজির থুথুতেরে আমার…. ঐ মদীনার পথে।

eakub nobi bash koriten kinane/ ইয়াকুব নবী বাস করিতেন কিনানে.

ইয়াকুব নবী বাস করিতেন কিনানে সবার চেয়ে ভালবাসতেন ইউসুফকে । এক রাত্রে স্বপ্ন তেখান ইউসুফকে চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে স্বপ্নের কথা বলিওনা কাহাকে । ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া শুনিয়া ভাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া ; ইউসুফেরা দশ ভাইয়েরা দেওয়ানা ইউসুফকে মারতে হইলেন  রওয়ানা, আমি ছোট তোমরা বড় দশ ভাই; আমারকে মারতে চাও তোমাদের দয়া নাই। ইউসুফেরি দশ ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া কুয়াতে পড়িয়া ইউসুফ কাঁদে হায়রে হায়; মরণকালে না দেখিলাম বাপ ও মায়। কোথায় রইলেন প্রাণের আম্মা বসিয়া আপনার ইউসুফ মরেন কুয়াতে পড়িয়া । …………………………………………… ………………………….................

সামসুদ্দুহা আছ সালাম । Samsudduha Assalam.