Skip to main content

Bangla gojol/Mata pitar kotha moto jejon chole na./ মাতা-পিতার কথা মতো যে জন চলে না



মাতা-পিতার কথা মতো যে জন চলে না
আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্)
মা-বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে,
মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না।                           
আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্)
মাতা-পিতা অতি আপন, মাতা পিতার কর যতন
তিন কথআরি সাথী পাইয়া ভুইলা যাইওনা।
আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্)
জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন নবী হাদিসেতে,
প্রিয় নবীর কথা তোদের ভাল লাগে না।
আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্)
মোর নবীজী ডেকে বলে, মাতা পিতার দোয়া পেলে,
দুঃখ কষ্ট যাবে চলে কিছুই থাকবে না ।
আল্লাহ-রসূলের দয়া তারা পাবে না।(2বারর্)


Comments

Popular posts from this blog

Bangla gojol/oi modinar pothere amar oi modinar pothe./ ঐ মদীনার পথেরে আমার ঐ মদীনার পথে

ঐ মদীনার পথেরে আমার   ঐ মদীনার পথে ; হিজরত করতে দয়ার নবীজি চলছেন আঁধার রাতে । ঐ মদীনার পথেরে আমরা ঐ মদীনার পথে ; বাড়ীতে রাখিয়া গেলেন হযরত আলীকেরে আমার… ঐ মদীনার পথে ; কাফেরের ভয়েতে লুকান পাহাড়ের গুহাতে , মাকড়সায় বাঁধিলো বাসা ঐ গুহার মুখেতেরে আমার , ঐ মদীনার পথে ; কবুতরে টের পাইল নবীজি গুহাতে ; ডিম পারিয়া তা দিতেছে গুহার মুখেতেরে আমার….. ঐ মদীনার পথে ; আবুবকর ভয় পাইলেন কাফের দেখিয়া, নবীজি শান্তনা দিলেন আল্লাহ মোদের সাথেরে আমার… ঐ মদীনার পথে। বিষাক্ত সাপ ধ্বংসন করলো ছিদ্দিকের পায়েতে বিষ গেল পানি হইয়া নবীজির থুথুতেরে আমার…. ঐ মদীনার পথে।

eakub nobi bash koriten kinane/ ইয়াকুব নবী বাস করিতেন কিনানে.

ইয়াকুব নবী বাস করিতেন কিনানে সবার চেয়ে ভালবাসতেন ইউসুফকে । এক রাত্রে স্বপ্ন তেখান ইউসুফকে চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে স্বপ্নের কথা বলিওনা কাহাকে । ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া শুনিয়া ভাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া ; ইউসুফেরা দশ ভাইয়েরা দেওয়ানা ইউসুফকে মারতে হইলেন  রওয়ানা, আমি ছোট তোমরা বড় দশ ভাই; আমারকে মারতে চাও তোমাদের দয়া নাই। ইউসুফেরি দশ ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া কুয়াতে পড়িয়া ইউসুফ কাঁদে হায়রে হায়; মরণকালে না দেখিলাম বাপ ও মায়। কোথায় রইলেন প্রাণের আম্মা বসিয়া আপনার ইউসুফ মরেন কুয়াতে পড়িয়া । …………………………………………… ………………………….................

সামসুদ্দুহা আছ সালাম । Samsudduha Assalam.